দ্বিগুণ হচ্ছে ওমরাহ খরচ
ইত্তেফাক
প্রকাশিত: ০৮ নভেম্বর ২০২০, ০৬:৪২
দীর্ঘ প্রায় আট মাস বন্ধ থাকার পর বহির্বিশ্বের মুসলমানদের পবিত্র ওমরাহ পালনের প্রতিবন্ধকতা অপসারণ করেছে সৌদি সরকার। গত পহেলা নভেম্বর থেকে স্বাস্থ্যবিধি মেনে বিভিন্ন দেশের মুসলমানরা ওমরাহ করতে পারছেন। এখন প্রতিদিন ২০ হাজার মানুষ ওমরাহ করার সুযোগ পাচ্ছেন।
সৌদি আরবের বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা গেছে, আপাতত মিশর, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কুয়েত, লেবানন, ওমান, সুদান, তিউনিসিয়া ও পাকিস্তানের নাগরিকদের ওমরাহ ভিসা দিচ্ছে সৌদি সরকার। বাংলাদেশসহ অন্য দেশগুলোও দ্রুত ভিসা পাবে বলে জানানো হয়েছে।