![](https://media.priyo.com/img/500x/https://www.ittefaq.com.bd/assets/news_photos/2020/11/08/image-197245-1604792078.jpg)
থেমে নেই অপু বিশ্বাস
ইত্তেফাক
প্রকাশিত: ০৮ নভেম্বর ২০২০, ০৫:২৯
সিনেমায় আর আগের মত সরব নেই অপু বিশ্বাস। তাই বলে থেমে নেই তিনি। ব্যক্তি জীবনের নানা ঘটনা নিয়ে সিনেমার বাইরে ছিলে দীর্ঘদিন। সেটি এখন কেবল নিকট অতীত। সবকিছু শেষে নিজেকে গুছিয়ে নিয়েছেন ঢাকাই সিনেমার এই জনপ্রিয় নায়িকা। অনেকেই ভেবেছিলেন হয়তো সিনেমার ক্যারিয়ারে ইতি টানবেন অপু। কিন্তু সবাই এইসব যখন ভাবছেন ততক্ষণে আবারো সিনেমায় ফেরার প্রস্তুতি নিচ্ছেন অপু। পুরনো সিনেমার কাজ শেষ করলেন, পাশাপাশি কলকাতার একটি কাজও শেষ করলেন তিনি।