ক্লোজআপ ওয়ান তারকা সংগীতশিল্পী নাসরিন আক্তার বিউটি দ্বিতীয় পুত্র সন্তানের মা হয়েছেন। গত ২ নভেম্বর তিনি পুত্রসন্তানের জন্ম দেন। নবজাতকের সঙ্গে কয়কটি ছবি দিয়ে বিষয়টি বিউটি নিজেই ফেসবুকের সবাইকে জানিয়েছেন। তিনি ছবির ক্যাপশনে লেখেন, আলহামদুলিল্লাহ্! মহান আল্লাহ্ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি। গত ২ নভেম্বর আমার ঘর আলো করে আমাদের দ্বিতীয় পুত্রসন্তান নাসিক আহমেদ পৃথিবীতে আগমন করেছে।
মহান আল্লাহ্ পাকের অশেষ রহমতে আমি ও আমার সোনা বাবা ভালো আছি। সবার কাছে ছেলের জন্য দোয়া চেয়েছেন বিউটি। তিনি আরো লেখেন, করোনা সংকটের সময়ে মা হওয়ার খবর জানতে পারেন বিউটি। তখন বেশ দুশ্চিন্তার মধ্যে ছিলেন। বিউটির ভাষায়, যখন সোনা বাবার আগমনের খবর জানতে পারি তখন পৃথিবীজুড়ে করোনা মহামারি হিসেবে ছড়িয়ে পড়ে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.