You have reached your daily news limit

Please log in to continue


উইঘুর সংগঠনকে সন্ত্রাসের তালিকা থেকে বাদ দিল যুক্তরাষ্ট্র

চীনের জিনজিয়াংয়ের প্রদেশে হামলার দায়ে অভিযুক্ত সংগঠনকে যুক্তরাষ্ট্র সন্ত্রাসী দলের তালিকা থেকে বাদ দিয়েছে। গতকাল শুক্রবার (৬ নভেম্বর) যুক্তরাষ্ট্রের নতুন আইন ও নীতিমালা প্রকাশের পর দেশটির পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও জানান, ইস্ট তুর্কমেনিস্তান ইসলামিক মুভমেন্ট (ইটিআইএম) দলকে সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে বাদ দেওয়া হয়। পররাষ্টমন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, ‘ইটিআইএম তালিকা থেকে বাদ দেওয়া হয়। কারণ এক যুগেরও বেশি সময় ধরে তাদের অবস্থানের কোনো নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি।’ ২০০৪ সালে জর্জ ডব্লিও বুশ প্রশাসন ইটিআইএম-কে সন্ত্রাসী দলের তালিকায় যুক্ত করে। চীনের পাশাপাশি যুক্তরাষ্ট্র পরিচালনাধীন সন্ত্রাস বিরোধী যুদ্ধের অংশ হিসেবে এমনটি করা হয়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন