![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2020-11%252Fb2f84863-59c5-4dda-a339-6c179d8e87bc%252FPhoto_by_Salma_Hayek_Pinault_on__10_.jpg%3Fw%3D700%26auto%3Dformat%252Ccompress)
১ হাজার কোটি টাকার মালিক সালমা
ভূত সেজে হ্যালোইন উদ্যাপন করেছেন বড় পর্দার ‘ফ্রিদা’ সালমা হায়েক। লকডাউন শিথিল হতেই তিনি বেরিয়ে পড়েছিলেন ফুটবল খেলা দেখতে। স্টেডিয়াম থেকে লাইভ করে সেটা জানান দিয়েছিলেন এই হলিউড তারকা। তাঁর লাইভ থেকেই দেখা গেল, হাজার দর্শকের সেই গ্যালারিতে তিনিসহ হাতে গোনা কয়েকজন দর্শক।
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গণনা চলছিল। এ নিয়ে এতটুকু মাথাব্যথা ছিল না সালমা হায়েকের। অন্তত অন্য তারকাদের মতো সরাসরি নির্বাচনী প্রচারণায় অংশ নেননি তিনি। নিজের দেশ মেক্সিকো, শ্বশুরবাড়ি ফ্রান্সে হলেও তিনি থাকেন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে। মাঝেমধ্যে চলে যান প্যারিসে।
যুক্তরাষ্ট্র নিয়ে তাঁর কথা সামান্যই, ‘নিয়মিত খাজনা দিই, নাগরিক হিসেবে নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করি।’ তবে নাপা ভ্যালির অগ্নিকাণ্ড তাঁকে বিচলিত করেছিল। করোনাকালে চিকিৎসকদের পাশাপাশি ফায়ার সার্ভিসের কর্মীদের টুপিখোলা অভিবাদন জানিয়েছেন তিনি।