চুয়াডাঙ্গায় দুই শিশুসহ তিনজন অগ্নিদগ্ধ
চুয়াডাঙ্গা সদর উপজেলায় ফ্রান্সের প্রেসিডেন্টের কুশপুতুল দাহ করার সময় দুই শিশুসহ তিনজন অগ্নিদগ্ধ হয়েছেন। গতকাল শুক্রবার বিকেলে বেগমপুর ইউনিয়নের নেহালপুর স্কুলমাঠে শুক্রবার বিকেলে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এ ঘটনা ঘটেছে।
অগ্নিদগ্ধরা হলেন নেহালপুর গ্রামের রবগুল হোসেনের ছেলে মিলন হোসেন (৩০), একই গ্রামের হাসমত আলীর ছেলে ও নেহালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র রাফিক হোসেন (১০) এবং উজলপুর গ্রামের হামিদুল ইসলামের ছেলে নেহালপুর নাজাত উল উম্মাহ কওমি মাদ্রাসার ছাত্র মো. রহমতুল্লাহ (১১)। এদের মধ্যে রাফিক ও রহমতুল্লাহ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সার্জারি বিভাগে চিকিৎসাধীন। মিলন হোসেনকে আশঙ্কাজনক অবস্থায় শুক্রবার দিবাগত রাতে সদর হাসপাতাল থেকে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।