কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

দীর্ঘ সময়েও সনদ না পাওয়ায় হতাশায় শিক্ষানবিশ আইনজীবীরা

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ০৭ নভেম্বর ২০২০, ০৯:১৫

করোনার প্রাদুর্ভাবের শুরুতে থমকে গিয়েছিল জনজীবন। সে অবস্থা থেকে পুরোপুরি উত্তরণের আগেই করোনার দ্বিতীয় ঢেউয়ের মুখোমুখি সমগ্র বিশ্ব। এ পরিস্থিতিতে শিক্ষানবিশ আইনজীবীদের লিখিত ও মৌখিক পরীক্ষা বন্ধ রয়েছে। এজন্য দীর্ঘদিন আগে এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ হয়েও সনদের অভাবে বেকার থাকা শিক্ষানবিশ আইনজীবীরা ভীষণ হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন। তাদের অনিশ্চিত ভবিষ্যতের কথা ভেবে উদ্বিগ্ন অভিভাবকরাও। দাবি আদায়ে শিক্ষার্থীরা রাজপথে নেমে এলেও সমস্যা সমাধানে শিক্ষানবিশ আইনজীবীদের নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের আনুকূল্য পাচ্ছেন না বলে অভিযোগ করেন তারা।

বাংলাদেশ বার কাউন্সিলের নিয়ম অনুসারে, দেশে আইনজীবী হতে হলে আইনের শিক্ষার্থীদের এমসিকিউ, লিখিত ও ভাইভায় উত্তীর্ণ হতে হয়। পরীক্ষার্থীরা কোনও একটি ধাপে প্রথমবার উত্তীর্ণ হলে তাদের মোট দুবার পরবর্তী ধাপের পরীক্ষায় অংশ নিতে দেওয়া হয়। সে অনুসারে ২০১৭ সালের ৩৪ হাজার শিক্ষার্থীর মধ্যে থেকে লিখিত পরীক্ষায় দ্বিতীয় ও শেষবারের মতো বাদ পড়া তিন হাজার ৫৯০ শিক্ষার্থী এবং ২০২০ সালে প্রায় ৭০ হাজার শিক্ষানবিশ আইনজীবীর মধ্যে এমসিকিউ উত্তীর্ণ আট হাজার ৭৬৪ শিক্ষার্থীসহ মোট ১২ হাজার ৮৫৮ জন সনদ প্রত্যাশী লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করবেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও