চোটের কারণে শুক্রবার খেললেন না ঋদ্ধিমান সাহা। তাঁর পরিবর্তে নেমেছিলেন বাংলারই আর এক উইকেটকপার শ্রীবৎস গোস্বামী। চলতি আইপিএলে প্রথম ম্যাচে খেলতে নেমে শ্রীবৎস তালুবন্দি করলেন বিরাট কোহলির ক্যাচ। তবে ব্যাটে কিছু করতে পারলেন না।
তাতে অবশ্য ম্যাচ জিততে সমস্যায় পড়তে হয়নি সানরাইজ়ার্স হায়দরাবাদকে। অবশ্য জয়ের জন্য হায়দরাবাদের যখন ২.৪ ওভারে ২৮ রান প্রয়োজন সেই সময় উইলিয়ামসনকে আউট করার কঠিন সুযোগ হাতছাড়া করেন দেবদত্ত পাড়িকল।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.