করোনা সংক্রমণ ঠেকাতে নাকের স্প্রে

সংবাদ প্রকাশিত: ০৬ নভেম্বর ২০২০, ২০:০১

করোনা সংক্রমণ ঠেকাতে পারে এমন একটি স্প্রে তৈরির প্রক্রিয়ায় রয়েছে একদল বিজ্ঞানী। অনুরোধের প্রেক্ষিতে তারা এ বিষয়ে গত বৃহস্পতিবার নিউইয়র্ক টাইমসকে তাদের গবেষণার অগ্রগতির বিষয়ে কিছু তথ্য দিয়েছে।

তারা জানান, পরীক্ষা করার জন্য তারা স্প্রেটি ফেরেট বা নেউল জাতীয় ছোট প্রাণীর ওপর পরীক্ষা করে দেখেছেন, তারা করোনা ভাইরাস থেকে সম্পূর্ণ সুরক্ষিত থাকে।

বিজ্ঞানীরা সাধারণত বিভিন্ন ধরনের অসুখবিসুখের ওষুধ, টিকা, এগুলো প্রথমে সাধারণত বিভিন্ন প্রাণীর ওপর দিয়ে পরীক্ষা করে। কার্যকর দেখা গেলেই তা মানুষের ওপর পরীক্ষা করা হয়।

তবে এই স্প্রে তৈরির গবেষণা এখনো পর্যালোচনার অপেক্ষায় আছে।

ওই বিজ্ঞানীরা দাবি করেছেন, এই স্প্রেতে বিষাক্ত কিছু নেই। এটি মানুষের শরীরেও কাজ করবে বলে নিশ্চিত হতে পেরেছেন তারা।

তারা বলছেন, কার্যকর প্রমাণিত হলে করোনার প্রতিরোধে এটি ব্যবহার করা যাবে। দিনে একবার নাকে ছিটালে তা টিকার মতোই কাজ করবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও