নোয়াখালীতে তরুণীকে তুলে নিয়ে ‘নির্যাতন’: সাবেক স্বামী গ্রেপ্তার
নোয়াখালীতে তরুণীকে তুলে নিয়ে ধর্ষণচেষ্টা ও রাতভর আটকে রেখে নির্যাতনের ঘটনায় দায়ের করা মামলায় সাবেক স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ইসমাইল হোসেন বাপ্পি (২৭) নবগ্রাম গ্রামের ইউসুফ আলীর ছেলে।
কবিরহাট উপজেলার নবগ্রাম থেকে বৃহস্পতিবার মধ্যরাতে তাকে গ্রেপ্তার করা হয় বলে সুধারাম মডেল থানার পরিদর্শক (তদন্ত) টমাস বড়ুয়া জানান।
তিনি বলেন, “নির্যাতনের শিকার ওই তরুণী বৃহস্পতিবার রাতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা দায়ের করেন। মামলার এজাহারে ওই তরুণীর সাবেক স্বামীসহ ৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৩-৪ জনকে আসামি করেছেন।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১ বছর আগে