মা ইলিশ রক্ষায় সরকার প্রজনন মৌসুম চিহ্নিত করে ২২ দিন বন্ধ রেখেছিল ইলিশ আহরণ ও বাজারজাতকরণ। নিষেধাজ্ঞা শেষে বাজারে এসেছে ছোট-বড় ইলিশ। তবে বাজারে ইলিশের সরবরাহ কম। তাই দামও কিছুটা চড়া। বিক্রেতাদের দাবি, সরবরাহ বাড়লেই দাম কমবে।
শুক্রবার (৬ নভেম্বর) সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর বাজার ঘুরে এমনটি দেখা যায়। বর্তমান বাজারে এক কেজি ওজনের ইলিশ মাছ বিক্রি হচ্ছে ৯৫০-১০৫০ টাকায়, এক কেজি ওজনের চেয়ে বেশি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ১১০০-১৩০০ টাকায়, ৭০০ থেকে ৯০০গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ৭৫০- ৮৫০ টাকায়। ৪০০ থেকে ৫০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ৪৮০-৫০০ টাকায়।
বাজার করতে আসা ক্রেতা শাহনুর আলি বার্তা২৪.কম’কে বলেন, ‘এতদিন পর ইলিশ বাজারে এসেছে কিন্তু বিক্রেতারা দাম বেশি চাচ্ছেন। ইলিশ ধরা বন্ধ থাকার আগেও ১ কেজি ওজনের ইলিশ ৮৫০ টাকায় কিনেছে। আজকের বাজারে সেই ইলিশের দাম বেশি চাচ্ছেন তারা। দিচ্ছেন বাড়তি দামের নানা অজুহাত।’
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.