![](https://media.priyo.com/img/500x/https://www.ittefaq.com.bd/assets/news_photos/2020/11/06/image-196762-1604637907.jpg)
সৌদি আরবে ৫ পেশার অভিবাসীরা চাইলেই কর্মস্থল পরিবর্তন করতে পারবে
সৌদি আরবে বসবাসরত অভিবাসীদের জন্যে বড় একটি সংশোধন নিয়ে আসলো দেশটির অভিবাসী কর্মসংস্থান কর্তৃপক্ষ। নতুন সংশোধনে পাঁচ পেশায় যুক্ত থাকা অভিবাসীদের কাফিল পদ্ধতিতে পরিবর্তন আসছে বলে জানিয়েছে মিডেল ইস্ট মনিটর।
জানা যায়, নির্ধারিত ৫ পেশা হল: ব্যক্তিগত গাড়িচালক, নিরাপত্তা কর্মী, গৃহকর্মী, মেষ রক্ষক ও মালি।