![](https://media.priyo.com/img/500x/https://www.dailyinqilab.com/news_original/1604635215_500-321-Inqilab.jpg)
লকডাউন : লন্ডন ছাড়ছে হাজার হাজার মানুষ, ১২শ মাইল জ্যামের সৃষ্টি
মহামারি করোনা সংক্রমণ প্রতিরোধে গতকাল বৃহস্পতিবার মধ্যরাত থেকে লন্ডনে শুরু হতে যাচ্ছে লকডাউন। কড়াকড়ি এড়াতে লন্ডন শহর ছেড়ে যাচ্ছেন হাজার হাজার মানুষ। তাই ছোট বড় আড়াই হাজারেরও বেশি জ্যামে আটকে আছে লন্ডন। আর এতে সব মিলিয়ে মোট জ্যামের দৈর্ঘ্য হয়েছে ১২০০ মাইল। খবর দ্যা মিরর।
নর্থ সার্কুলারে ট্রাফিক জ্যাম ছাড়িয়েছে ৮ মাইলেরও বেশি। লন্ডনের মোট ২৪টি শহরের মধ্যে ১৬ টিতেই সবচেয়ে বেশি গাড়ির চাপ। গাড়ির চালকদের অনেকে হতাশা জানিয়ে জ্যামের ছবি দিয়ে টুইট করছেন। এক চালক জানান, ৫ মিনিটের পথ যেতে ন্যূনতম ২ ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে।