সরিষাবাড়ীতে জমি বিবাদে সংঘর্ষ আহত ১৫

সংবাদ সরিষাবাড়ি প্রকাশিত: ০৫ নভেম্বর ২০২০, ২০:২৯

জামালপুর জেলার সরিষাবাড়ীতে জমি নিয়ে বিরোধে দু’পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে। বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার ডোয়াইল ইউনিয়নের প্রসাদপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার ডোয়াইল ইউনিয়নের প্রসাদপুর গ্রামের মৃত তফিল উদ্দিন মন্ডলের ছেলে আব্দুস ছবুর (ইউনুছআলী) নিকট থেকে একই গ্রামের একই বাড়ির মৃত সিরাজ আলীর ছেলে হাবিবুর রহমান ৪ শতাংশ জমি ক্রয় করেন। হাবিবুর রহমানের ক্রয়কৃত জমি থেকে স্থানীয় ইউপি সদস্য মন্টুমিয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এক সমঝোতা বৈঠকে আমীন দ্বারা মেপে ৪ শতাংশের জমির স্থলে সাড়ে ৩ শতাংশ জমি বুঝিয়ে দিয়ে সীমানা নির্ধারণ করে দেন। এরপরেও গ্রাম্য সালিশ অমান্য করে জমি জবর দখলের চেষ্টা করে একটি কাঠাল গাছ কাটতে যায়। এ সময় হাবিবুর রহমানের লোকজন গাছ কাটতে বাধা দিলে আব্দুস ছবুর এর ভাড়াটিয়া প্রসাদপুর গ্রামের মৃত জমসের আলীর ছেলে ছানুমিয়ার নেতৃত্বে হামলা চালিয়ে দু-দফায় মারপিট করে। গুরুতর আহতরা সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে যাওয়ার সময় পথিমধ্যে জালুমিয়ার জমির পার্শ্ব রাস্তায় ২য় দফা মারপিট করে। আহতরা হলেন- হাবিবুর রহমান (৬৬) নুরুল ইসলাম (৬৪), আকবর (৫৫), আলআমীন (৩৫), হালিমা(৫০), আব্দুল হালিম (লালমিয়া ৩৮), ছানোয়ার হোসেন (৫০), হোসেনআলী (৬৫), রেহানা (২৫), ময়না (৩২), লাইলী (৫০), লাভলু (৩৫)।মারপিট ঘটনায় গুরুতর আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসাধীন রয়েছে। এ ব্যাপারে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ আবু মো. ফজলুল করীম জানান, এ ঘটনায় কোন অভিযোগ পাইনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও