২২ দিন পর মেঘনায় ইলিশ শিকারে ব্যস্ত জেলেরা

এনটিভি ভোলা জেলা প্রকাশিত: ০৫ নভেম্বর ২০২০, ১৯:৪৫

২২ দিন মাছ ধরা বন্ধ থাকার পর উৎসবের আমেজ নিয়ে আবার মেঘনায় নেমেছে ভোলার জেলেরা। তারা ব্যস্ত রুপালি ইলিশ শিকারে। গতকাল বুধবার রাত ১২টা ১ মিনিট থেকে মাছ ধরা শুরুর কথা থাকলেও ভোর থেকেই জেলেরা নৌকা নিয়ে নদীতে মাছ শিকারে নেমে পড়ে। এজন্য আগে থেকেই জেলেদের মধ্যে একটা প্রস্ততি ছিল। এ বছর ইলিশের আকার বড় হওয়ায় জেলেদের মধ্যে আগ্রহটা বেশি।

অপরদিকে, অভিযানে গত ২২ দিনে ৬০৬ জন জেলেকে আটকের পর বিভিন্ন মেয়াদে জেল-জরিমানা দেওয়া হয়েছে। ছয় লাখ ২১ হাজার মিটার জাল ও প্রায় দুই হাজার কেজি মা ইলিশ জব্দ করা হয়েছে। ৩৪৯টি মামলা হয়েছে জেলেদের বিরুদ্ধে। জরিমানা ও নৌকা নিলামে বিক্রি করে আদায় হয়েছে ১৫ লাখ ৮৫ হাজার টাকা।

এ বিষয় জেলা মৎস্য কর্মকর্তা মো. আজহারুল ইসলাম বলেন, ‘এ বছর অভিযান সফল হয়েছে। এ ঘটনায় এখনো কিছু আটক করা মাছ ধরার নৌকা ও ট্রলার রয়েছে, যা নিলামে বিক্রি করা হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও