যুদ্ধাপরাধের অভিযোগের মুখোমুখি হতে কসোভোর প্রেসিডেন্টের পদত্যাগ

কালের কণ্ঠ কসোভো প্রকাশিত: ০৫ নভেম্বর ২০২০, ১৯:৩৩

যুদ্ধাপরাধের অভিযোগে বিচারের মুখোমুখি হতে পদত্যাগ করেছেন ইউরোপের সর্বশেষ স্বাধীন দেশ কসোভোর প্রেসিডেন্ট হাসিম থাচি। যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগের পরিপ্রেক্ষিতে নেদারল্যান্ডের শহর হেগের আদালতে বিচারের মুখোমুখি হতে তিনি তার পদ থেকে ইস্তফা দিয়েছেন।

বৃহস্পতিবার দেশটির রাজধানী প্রিস্টিনায় এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিলেন ৫২ বছর বয়সী এ প্রেসিডেন্ট। দেশটি সার্বিয়ার সঙ্গে লড়াই করে ২০০৮ সালে স্বাধীনতা ঘোষণা দেয়। কিন্তু সার্বিয়ার সঙ্গে বৈরীতা এখনও কমেনি। সার্বিয়ার অন্তর্ভূক্ত থাকার সময় কসোভো লিবারেশন আর্মি (কেএলএ) নামে সার্বিয়ার বিরুদ্ধে গেরিলা যুদ্ধ চালায় বর্তমান কসোভো। রক্তক্ষয়ী যুদ্ধের সময়ের ১৯৯৮ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত কেএলএ কমান্ডার ছিলেন হাসিম থাচি। ওই সময়ের গেরিলা যুদ্ধে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধের অভিযোগে বিচারের মুখোমুখি হতে হচ্ছে সাবেক এই গেরিলা যোদ্ধাকে। তবে তার বিরুদ্ধে ওঠা এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে তিনি বলেন, কসাভোর আঞ্চলিক অখন্ড মর্যাদা রক্ষার জন্যই তিনি তার কর্মকাণ্ড পরিচালনা করেছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও