ঝিনাইদহে নকশী ফোঁড়ে জীবনের স্বপ্ন বুনন অসহায় নারীদের
কেউ কাপড় কাটছেন আবার কেউ করছেন সেলাই। একেবারে নতুন সদস্যরা শিখছেন নকশী ফোঁড়। কেউ আবার বাড়িতে তৈরি করা নানা ডিজাইনের নকশীকাঁথা, নকশায় তৈরি থ্রিপিচ, নানা রঙ-বেরঙের পুঁতি বসিয়ে তৈরিকৃত সো-পিচ পরিচালকের কাছে জমা দিচ্ছেন।
কেউ কেউ নতুন কাজের অর্ডার নিয়ে ফিরছেন বাড়িতে। আর এগুলো সব সামলে নিচ্ছেন পরিচালক একাই। তাকে সাহায্য করছেন কাটিং মাস্টার।
- ট্যাগ:
- বাংলাদেশ
- অসহায় নারী
- নকশী