আমের দেশে কমলায় বাজিমাত
চাঁপাইনবাবগঞ্জের রাস্তার পাশে আমের বাগান না আমবাগানের ভেতরে রাস্তা, কখনো কখনো তা ঠাহর করা খুবই মুশকিল। আমগাছ বা আমবাগান এখানকার জীবন-জীবিকার সঙ্গে এক হয়ে আছে। তবে চাঁপাইনবাবগঞ্জ-আমনূরা সড়কের পাশে জামতাড়ায় ‘মনামিনা কৃষি খামারে’ গেলে কিছুটা ধাক্কা খেতে হয়। খামারটি মূলত একটি ফলের বাগান।
হেমন্তের এই সময়ে খামারের গাছে গাছে ঝুলছে থোকায় থোকায় কাঁচা-পাকা কমলা। বরেন্দ্র অঞ্চলের এই ভূমিতে খামারটির উদ্যোক্তা মতিউর রহমান কমলা ফলিয়ে রীতিমতো বিপ্লব করে ফেলেছেন। সম্প্রতি কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (গবেষণা) কমলা রঞ্জন দাশও খামারটি পরিদর্শনের পর এমন মন্তব্যই করেন।