
কারাবাখ সংকট সমাধানে ইরানের প্রস্তাব বিবেচনা করছে রাশিয়া
রাশিয়া বলেছে, নাগারনো-কারাবাখ অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে সৃষ্ট সংকট সমাধানে ইরান যে পরিকল্পনা পেশ করেছে তা যথাযথভাবে পর্যালোচনা করে দেখছে মস্কো।
মঙ্গলবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় কারাবাখ অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে চলমান যুদ্ধের কথা উল্লেখ করে এক বিবৃতিতে এ কথা জানিয়েছে।