কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

নিষেধাজ্ঞা শেষ, ইলিশ শিকারে প্রস্তুত উপকূলের জেলেরা

ইত্তেফাক বরগুনা প্রকাশিত: ০৩ নভেম্বর ২০২০, ২১:২৮

২২ দিনের নিষেধাজ্ঞা শেষে ইলিশ শিকারে প্রস্তুত বরগুনার প্রায় ৩০ হাজার জেলে। মঙ্গলবার মধ্যরাতের পর থেকে শিকারে যেতে ট্রলারসহ প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে ইতিমধ্যে প্রস্তুতি শেষ করেছেন জেলেরা। ঘাটে নোঙ্গর করেছে প্রায় তিন সহস্রাধিক ট্রলার ও নৌকা।



গত ১৪ অক্টোবর থেকে শুরু করে ৪ নভেম্বর মধ্যরাত পর্যন্ত ইলিশ প্রজনন মৌসুমে মা ইলিশ আহরণ, পরিবহন, মজুদ ও বিক্রি নিষিদ্ধ করে সরকার। এসময় জেলেদের জন্য সরকার ভিজিএফ চাল বরাদ্দ দেয়।

জেলার তালতলী উপজেলার গাবতলী গ্রামের জেলে ছত্তার আঁকন বলেন, ২২ দিন নদীতে মাছ শিকার করতে যাইনি। বুধবার রাতে নিষেধাজ্ঞা শেষ হচ্ছে। তাই নদীতে মাছ শিকারের জন্য প্রস্তুতি নিয়েছি।

তালতলীর ফকিরহাট মৎস্য আড়ৎ সমিতির সহ-সভাপতি ইউপি সদস্য আব্দুস সালাম হাওলাদার বলেন, ইলিশ শিকারের প্রস্তুতি নিয়ে ফকিরহাট মৎস্য ঘাটে সহস্রাধিক ট্রলার অপেক্ষা করছে। বুধবার রাতেই জেলেরা ঘাট ছেড়ে সাগরে যাবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও