প্রেসিডেন্ট’স কাপ ওয়ানডে টুর্নামেন্টে দুর্দান্ত বোলিংয়ের ধারাবাহিকতা লাল বলেও ধরে রাখলেন সুমন খান। এই পেসারের পাশাপাশি বল হাতে জ্বলে উঠলেন তরুণ বাঁহাতি স্পিনার হাসান মুরাদও। তাদের বোলিং সামলে দারুণ ব্যাটিং উপহার দিলেন মোহাম্মদ নাঈম শেখ, ফিফটি এলো মৃত্যুঞ্জয় চৌধুরির ব্যাট থেকেও। হাই পারফরম্যান্স (এইচপি) দলের দুই দিনের প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিনে ব্যাটে-বলে লড়াই জমল বেশ। দিনের বেশির ভাগ সময়টা ছিল ‘বি’ টিমের ব্যাটসম্যানদের নিয়ন্ত্রণে। পরে দারুণ দাপটে ঘুরে দাঁড়ায় ‘এ’ টিমের বোলাররা। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে মঙ্গলবার টিম ‘বি’ ৮০ ওভারে অলআউট হয় ২৬৬ রানে। ওপেনার নাঈম শেখের ব্যাট থেকে এসেছে ৮৩ রান। চোট নিয়ে লম্বা সময় বাইরে থাকার পর স্রেফ ব্যাটসম্যান হিসেবে ম্যাচ খেলতে নেমে অলরাউন্ডার মৃত্যুঞ্জয় চৌধুরি করেছেন ৫৮।