You have reached your daily news limit

Please log in to continue


স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

খাগড়াছড়িতে স্ত্রীকে হত্যার দায়ে মো. মনির হোসেন নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে খাগড়াছড়ি জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রেজা মো. আলমগীর হাসান এ রায় দেন। আদালত সূত্রে জানা যায়, ২০১৯ সালের ১৭ জুলাই খাগড়াছড়ি সদরের কলেজ গেট এলাকার ভাড়া বাসায় পারিবারিক কলহের জেরে গৃহবধূ রোজিনা বেগমকে শ্বাসরোধ করে হত্যা করেন তার স্বামী মো. মনির হোসেন। ঘটনার দুইদিন পর কলেজ গেট এলাকায় তালাবদ্ধ ঘর থেকে রোজিনা বেগমের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে নিহত রোজিনা বেগমের বাবা আব্দুর রশিদ বাদী হয়ে মামলা করেন। রায়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকটে বিধান কানুনগো জানান, আটজনের সাক্ষ্যগ্রহণ শেষে আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত তাকে সর্বোচ্চ সাজা দিয়েছেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন