You have reached your daily news limit

Please log in to continue


যুক্তরাষ্ট্রের নির্বাচন: ‘বাংলাদেশের ওপরে কোনও প্রভাব পড়বে না’

কয়েক দশকের মধ্যে সবচেয়ে উত্তেজনাকর নির্বাচন হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রে। একদিকে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ‘আমেরিকা প্রথম’ নীতি অব্যাহত রাখতে চাইছেন। অপরদিকে ডেমোক্র্যাট প্রার্থী সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন বৈশ্বিক ব্যবস্থার ওপর গুরুত্ব দিচ্ছেন। আমেরিকান ভোটারদের মধ্যেও নির্বাচন নিয়ে ব্যাপক উৎসাহ রয়েছে। কারণ, ইতোমধ্যে একটি বড় অংশ আগাম ভোট দিয়েছেন এবং আশা করা হচ্ছে, নির্বাচনের দিন প্রচুর ভোট পড়বে। আমেরিকান সাধারণ ভোটাররা ছাড়াও সবদেশই গভীর নজর রাখছে এই নির্বাচনের দিকে। রিপাবলিকানরা জিতলে কী অবস্থান হবে, বা ডেমোক্র্যাটরা জিতলে পরিবর্তিত পরিস্থিতিতে কী অবস্থান নেওয়া হবে, সে বিষয়ে চুলচেরা বিশ্লেষণ শুরু হয়েছে আগে থেকেই। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। এবিষয়ে সরকারের নীতিনির্ধারক ও বিশেষজ্ঞদের মতে, সেদেশের নির্বাচন আমাদের ওপরে কোনও ধরনের প্রভাব পড়বে না। নির্বাচনে জয়-পরাজয় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কে কোনও প্রভাব রাখবে কিনা জানতে চাইলে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বাংলা ট্রিবিউনকে মন্তব্য করেন— ‘কোনও ধরনের প্রভাব পড়বে না।’ একই ধরনের মনোভাব পোষণ করেন সাবেক পররাষ্ট্র সচিব মোহাম্মাদ শহীদুল হকও।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন