![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2020-10%252Ff0fa828b-6678-4279-86aa-20824bc0df66%252Frape_02.png%3Frect%3D0%252C116%252C1600%252C840%26overlay%3Dprothomalo-bangla%252F2020-09%252F809b5f18-a26d-47a2-aa48-3dafe2ce0da8%252Fprothomalo_stamp.png%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26overlay_width%3D100%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue)
বারান্দা থেকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ, মামলা
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার এক গৃহবধূকে (৩২) বাড়ির বারান্দা থেকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল রোববার রাতে ওই নারী বাদী হয়ে চাচাশ্বশুরের বিরুদ্ধে ঈশ্বরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।
মামলা বিবরণে ওই নারী অভিযোগ করেন, তাঁর স্বামী কর্মসূত্রে তিন বছর ধরে সৌদি আরবে অবস্থান করছেন। তিনি দুই সন্তান নিয়ে বৃদ্ধ শ্বশুর-শাশুড়ির সঙ্গে স্বামীর বাড়িতে বসবাস করেন। সম্প্রতি প্রতিবেশী চাচাশ্বশুর মজিবুর রহমান তাঁকে দেখে অশোভন ইঙ্গিত করার পাশাপাশি অশালীন কথাবার্তা বলতেন। তিনি এসব বিষয়ে বাড়ির লোকজনকে জানিয়ে প্রতিকার দাবি করেন। বাড়ির লোকজন মজিবুরকে এসব করতে বারণ করে দেন।