বিশ্বনাথে হত্যা মামলায় ইউপি সদস্য গ্রেফতার
সিলেটের বিশ্বনাথে মাদ্রাসাছাত্র রবিউল ইসলাম হত্যা মামলায় গোলাম হোসেন (৪৫) নামে এক ইউপি সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ। রবিবার দিবাগত রাত ৪টার দিকে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি উপজেলার দৌলতপুর ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের বর্তমান সদস্য ও স্থানীয় গোয়াহরী গ্রামের মৃত হাজী আজিজুর রহমানের ছেলে।
থানা পুলিশ সূত্র জানায়, আলোচিত মাদ্রাসাছাত্র রবিউল হত্যা মামলার সন্দিগ্ধ আসামি ইউপি সদস্য গোলাম হোসেন। গোপন সংবাদের ভিত্তিতে মামলার তদন্তকারী কর্মকর্তা থানার উপ-পরিদর্শক (এসআই) দেবাশীষ শর্ম্মার নেতৃত্বে একদল পুলিশ রবিবার গভীর রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।