কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

৫৪ ঘণ্টা যাত্রা শেষে ১৪ দিনের বিশ্রাম

প্রথম আলো প্রকাশিত: ০২ নভেম্বর ২০২০, ০৮:০০

করোনাভাইরাসের প্রকোপের মধ্যে ক্রিকেটে আশার আলো জাগিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। মার্চের পর সব ধরনের আন্তর্জাতিক ও প্রতিযোগিতামূলক ক্রিকেট থেমে গিয়েছিল। উইন্ডিজ দলের ইংল্যান্ড সফর দিয়ে আবার ক্রিকেট ফিরেছে। এরপর পাকিস্তান আর অস্ট্রেলিয়াও ঘুরে এসেছে ইংল্যান্ড। এবার আরেকটি প্রথমের সঙ্গে জড়াল উইন্ডিজের নাম। করোনার সময়টায় প্রথম কোনো ক্রিকেট দল হিসেবে দুটি সফর করছে ওয়েস্ট ইন্ডিজ। গত ৩০ অক্টোবর নিউজিল্যান্ডে পৌঁছেছে ক্যারিবিয়ানরা।

নিউজিল্যান্ডে তিনটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট খেলবে ওয়েস্ট ইন্ডিজ। দেড় মাস লম্বা এ সফর অবশ্য মাঠে গড়াবে ২৭ নভেম্বর। তার আগে অনুশীলন ও ১৪ দিন কোয়ারেন্টিন পর্ব পার করবে ওয়েস্ট ইন্ডিজ। অবশ্য যেভাবে নিউজিল্যান্ডে পৌঁছেছে ক্যারিবীয়রা, তাতে এ সময়টা দরকার ছিল তাঁদের। ৫৪ ঘণ্টা দীর্ঘ এক যাত্রা শেষে ক্রাইস্টচার্চে গিয়েছে উইন্ডিজ দলের প্রথম অংশ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও