মুক্তিযোদ্ধা ভাতার টাকা ভাগাভাগি নিয়ে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইয়ের মৃত্যু

সমকাল গোসাইরহাট প্রকাশিত: ০১ নভেম্বর ২০২০, ১৯:৩৪

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় বাবার পেনশন ও মুক্তিযোদ্ধা ভাতার টাকার ভাগাভাগি নিয়ে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইয়ের মৃত্যু হয়েছে। শনিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহত সোহেল মোল্লা (২৮) মারা যান।

নিহত সোহেল মোল্লা উপজেলার কোদালপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের দেওয়ানপাড়া গ্রামের মুক্তিযোদ্ধা মৃত নান্নু মিয়ার মোল্লার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানা যায়, কোদালপুর ইউনিয়নের দেওয়ানপাড়া গ্রামের মুক্তিযোদ্ধা মৃত নান্নু মিয়া মোল্লা। তিনি বংলাদেশ সেনাবাহিনীতে চাকরি করতেন। চাকরি শেষে তিনি পেনশনে যান। পেনশন ও মুক্তিযোদ্ধা ভাতার টাকা মেজো ছেলে সোহেল মোল্লার কাছে রেখে গেছেন। গত ২৯ অক্টোবর রাতে পেনশন ও মুক্তিযোদ্ধা ভাতার টাকা ভাগাভাগি নিয়ে সোহেল মোল্লা (২৮) ও ইয়াবুক মোল্লার (২১) মধ্যে ঝগড়া হয়। বাকবিতণ্ডার এক পর্যায়ে ইয়াকুব একটি ছুড়িতে বিদ্যুতের সংযোগ দিয়ে সোহেলের পেটে আঘাত করে। আহত অবস্থায় সোহেলকে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার রাতে ঢামেকে তিনি মারা যান।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও