কাশ্মিরে ‘বন্দুকযুদ্ধে’ হিজবুল মুজাহিদিন প্রধান নিহত
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের শ্রীনগরে বন্দুকযুদ্ধে হিজবুল মুজাহিদিনের নতুন প্রধান ড. সাইফুল্লাহ নিহত হয়েছেন। রবিবার পুলিশ জানিয়েছে, এই অভিযান জঙ্গিবাদের বিরুদ্ধে বড় ধরনের সাফল্য। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এখবর জানিয়েছে।
খবরে বলা হয়েছে, মে মাসে রিয়াজ নাইকু নিহত হওয়ার পর হিজবুল মুজাহিদিনের দায়িত্ব গ্রহণ করেন সাইফুল্লাহ। বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, শহরের উপকণ্ঠে নিরাপত্তাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধের সময় একজনকে গ্রেফতার করা হয়েছে।
এক পুলিশ কর্মকর্তা জানান, রাংগ্রেথ এলাকায় হিজবুল সদস্যদের উপস্থিতির কথা গোপন সংবাদে জানতে পেরে নিরাপত্তাবাহিনী পুরো এলাকা ঘিরে রাখে এবং তল্লাশি অভিযান শুরু করে। এসময় হিজবুল সদস্যরা তাদের লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু করলেও নিরাপত্তাবাহিনীও পাল্টা গুলি ছুড়ে। এতে বন্দুকযুদ্ধ শুরু হয়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.