পরকীয়ার প্রেমের অভিযোগে পীরের আস্তানায় যুবককে হত্যা
নারীর সঙ্গে পরকীয়া প্রেমের জেরে এক কথিত পীরের আস্তানায় এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। পাবনার ঈশ্বরদীতে ঘটেছে এই ঘটনা। জানা গেছে, নিহত ইসাহক আলী উপজেলার পাকশী ইউনিয়নের সিভিল হাট গ্রামের দুলাল হোসেনের ছেলে। শনিবার রাত ১০টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় ৫ বছর পূর্বে ঈশ্বরদী উপজেলার সাঁড়া ইউনিয়নের সাঁড়াঘাট এলাকার জয়নাল মোল্লার বাড়িতে ‘নুর নবী মওলাপুরী দরবার শরীফ’ নামে একটি মাজার প্রতিষ্ঠা করেন জয়নাল মোল্লার জামাতা কথিত পীর হাফিজুল ইসলাম। প্রতি মাসের শেষ বৃহস্পতি অথবা শুক্রবার রাতব্যাপী গান বাজনার আসর বসতো সেখানে। মাজারে ভক্ত হিসেবে ইসাহক আলী প্রায়ই যাতায়াত করতেন। মাজারে যাতায়াতের একপর্যায়ে কথিত পীর হাফিজুল ইসলামের শ্যালিকা স্বামী পরিত্যক্তা খালেদা খাতুন কুটিলার সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন ইসাহক। গত শুক্রবার গভীর রাতে আসর চলাকালে আস্তানার অন্য একটি কক্ষে ইসাহক ও কুটিলাকে একসঙ্গে দেখে ফেলেন কুটিলার ভাই রবিউল মোল্লা।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.