যৌন হয়রানি প্রতিরোধে নায়ক রুবেলের মার্শাল আর্ট প্রশিক্ষণ
সারা দেশে নারী ও কিশোরীরা চলার পথে যৌন হয়রানির শিকার হয়, একা চলতে গিয়ে অনিরাপদ বোধ করে। এ বিষয় এবং বর্তমান পরিস্থিতি বিবেচনা করে নারী ও কিশোরীদের সুরক্ষা এবং আত্মরক্ষার জন্য বিনা মূল্যে মার্শাল আর্ট প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করে সামাজিক সংগঠন সহমর্মিতা ফাউন্ডেশন ও নায়ক রুবেলের ইয়াং ড্রাগন মার্শাল আর্ট দ্য ফাইট স্কুল।৩১ অক্টোবর (শনিবার) সকালে ঢাকার হাতিরঝিল সংলগ্ন পুলিশ প্লাজার পেছনের খেলার মাঠে স্বাস্থ্য সুরক্ষা ও শৃঙ্খলা বজায় রেখে প্রশিক্ষণটির যাত্রা শুরু হয়।
পর্যায়ক্রমে দেশের প্রতিটি জেলায় এই প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার আশা প্রকাশ করেন আয়োজকরা।আয়োজনে সহমর্মিতা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পারভেজ হাসান, ইয়াং ড্রাগন মার্শাল আর্ট দ্য ফাইট স্কুলের কর্ণধার চিত্রনায়ক মাসুম পারভেজ রুবেলসহ গুণীজন ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।