সবশেষ স্বীকৃত ক্রিকেট খেলেছেন গতবছরের ফেব্রুয়ারিতে। পরে খেলেছেন দুইটি প্রদর্শনীমূলক ম্যাচ। আর চলতি বছরের জানুয়ারির প্রথম সপ্তাহেই বিদায় জানিয়েছেন পেশাদার ক্রিকেটকে। এবার সেই অবসর ভেঙে শ্রীলঙ্কার টি-টোয়েন্টি টুর্নামেন্ট লঙ্কান প্রিমিয়ার লিগ (এলপিএল) ক্রিকেটে খেলবেন ভারতের সাবেক অলরাউন্ডার ইরফান পাঠান।
আগামী ২১ নভেম্বর থেকে শুরু হতে চলেছে এলপিএলের প্রথম আসর। পাঁচ দলের অংশগ্রহণে ১৩ ডিসেম্বর পর্দা নামবে এই টুর্নামেন্টের। যেখানে তারকাখচিত দল ক্যান্ডি তাস্কার্সের হয়ে খেলবেন ইরফান পাঠান। সতীর্থ হিসেবে তিনি পাবেন ক্রিস গেইল, ওয়াহাব রিয়াজ, লিয়াম প্লাংকেট, কুশল পেরেরার মতো খেলোয়াড়দের।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.