দুর্দিনে টাঙ্গাইলের তাঁতীরা
দেশের বন্ড বাজারের উন্নয়নে আইএফসির সহযোগিতা চান অর্থমন্ত্রী
করোনা আর বন্যা মিলে বেশ দুর্দিনে পড়েছেন টাঙ্গাইলের তাঁত শিল্পের সঙ্গে জড়িতরা। এখন আর আগে মতো পাইকারদের দেখা মেলে না জেলার বাজিতপুর শাড়ি কাপড়ের হাটে। এ কারণে প্রতিটি শাড়ি-কাপড় বিক্রি করতে হচ্ছে উৎপাদন খরচের চেয়ে ২শ' থেকে ৩শ' টাকা কমে।
এতে প্রতিটি কাপড় বিক্রি করেই লোকসান গুনতে হচ্ছে তাঁতীদের। একইভাবে ক্ষতির মুখে পড়েছেন ইজারাদার ও দোকান মালিকরা।