কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

প্যারিস জুড়ে ৭০০ কিলোমিটার দীর্ঘ ট্রাফিক জ্যাম

ডেইলি বাংলাদেশ প্যারিস প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২০, ১৫:০৬

বিশ্বের অন্যতম সুন্দর নগরী প্যারিস। ব্যাস্ত নগরী হিসেবেও বেশ সুপরিচিত। কিন্তু বৃহস্পতিবার সন্ধ্যায় শহরটির রাজপথে যে নজিরবিহীন যানজটের সৃষ্টি হয়েছিল তা শহরবাসীর কেউ আগে কখনো দেখেছেন বলে মনে করতে পারছেন না। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, প্যারিসের আলোচিত এই ট্রাফিক জ্যামটি প্রায় ৭০০ কিলোমিটার দীর্ঘ ছিল।

কিন্তু, কেন এমন নজিরবিহীন পরিস্থিতি তৈরি হল? প্যারিসের মতো এক শহরের ট্রাফিক ব্যবস্থা কেন এমন বিপর্যয় নেমে এলো?
সেটির নেপথ্যে আরো এক বিপর্যয়। যে বিপর্যয়ের দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় ইউরোপকে আবার ফিরে যেতে হচ্ছে লকডাউনে। ফ্রান্সও এর ব্যতিক্রম নয়।

মহামারি করোনা দ্বিতীয় ঢেউ সামাল দিতে শুক্রবার মধ্যরাত থেকে ফ্রান্সে লকডাউন ঘোষণা করা হয়েছে। অত্যন্ত কড়াভাবে যে লকডাউন কার্যকর হবে, তা আগাম ঘোষণাও করা হয়। সে কারণেই শহরবাসীর তাড়াহুড়োয় এই বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও