![](https://media.priyo.com/img/500x/http://thesangbad.net/images/2020/October/31Oct20/fb_images/sangbad_bangla_1604130147.jpg)
পেকুয়ায় চোর সন্দেহে গণপিটুনিতে আহত যুবকের মৃত্যু
কক্সবাজারের পেকুয়ায় চোর সন্দেহে মো. জিয়াবুল হোসাইন (২৮) নামে এক যুবক গণপিটুনিতে আহতের তিনদিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার ভোর ৪টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপতালে তিনি মারা যান। জিয়াবুল টইটং ইউনিয়নের ছনখোলার জুম গ্রামের মাহমুদুল হকের ছেলে।
জানা যায়, গত বুধবার ভোরে জিয়াবুলকে শিলখালীর লম্বামুরা এলাকায় ঘোরাঘুরি করতে দেখে কিছু লোক তাকে চোর বলে বেধড়ক মারধর করেন। মারধরের একপর্যায়ে জ্ঞান হারিয়ে ফেলেন ওই যুবক। পরে মারা গেছে ভেবে দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল থেকে সটকে পড়েন।