![](https://media.priyo.com/img/500x/https://www.kalerkantho.com/assets/news_images/2020/10/31/133230matter.jpg)
পাকিস্তানে ফ্রান্সের দূতাবাসগামী মিছিলে পুলিশের বাধা
পাকিস্তানে ফ্রান্সের দূতাবাসের দিকে একটি বিক্ষোভ মিছিল এগিয়ে যাওয়ার সময় বাধা দেয় পুলিশ। একপর্যায়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দিতে কাঁদানে গ্যাস নিক্ষেপ করা হয়।
গতকাল শুক্রবার ইসলামাবাদে মিছিলটি প্রথমে পুলিশের ব্যারিকেড ভেঙে ফেলে। পরে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস নিক্ষেপ করে পুলিশ।
মহানবী (সা.) এর কার্টুন প্রকাশের প্রতিবাদে এই বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছিল। পুলিশ বলছে, এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পরে বিক্ষোভকারীরা অনুমোদিত স্থানে সমাবেশ করেছেন।