আন্তঃমহাদেশীয় ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা যুক্তরাষ্ট্রের
যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারা বৃহস্পতিবার মিনুটাম্যান-৩ নামের অস্ত্রবিহীন আন্তঃমহাদেশীয় একটি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। খবর এএফপির
মার্কিন এয়ার ফোর্সের এক বিবৃতিতে বলা হয়, সিঙ্গেল-ওয়্যারহেড বিশিষ্ট এ ক্ষেপণাস্ত্র ক্যালিফোর্নিয়ার ভ্যান্ডানবার্গ বিমান বাহিনী ঘাঁটি থেকে স্থানীয় সময় দুপুর ১২ টা ২৭ মিনিটে উৎক্ষেপণ করা হয়। এটি প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে ৬ হাজার ৭শ’ কিলোমিটার পথ অতিক্রম করে মার্শাল দ্বীপপুঞ্জের কাছে সাগরে বিধ্বস্ত হয়।
পরিকল্পনা অনুযায়ী এ বছরের তৃতীয় এ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা বুধবার চালানোর কথা ছিল। কিন্তু খারাপ আবহাওয়ার কারণে নির্দিষ্ট সময়ের এক দিন পর এটির পরীক্ষা চালানো হলো।