মাঠে ঘটতে পারে অনেক কিছুই, হোক সেটা প্রতিপক্ষের সঙ্গে বা দলের খেলোয়াড়দের মধ্যে। জিনেদিন জিদান মনে করেন, সেই সব ঘটনা শেষ হয়ে যায় মাঠেই। তাই করিম বেনজেমা ও ভিনিসিউস জুনিয়রকে নিয়ে চলমান বিতর্ক মাঠেই রাখতে বললেন রিয়াল মাদ্রিদ কোচ।
গত মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগে বরুশিয়া মনশেনগ্লাডবাখের বিপক্ষে ২-২ গোলে ড্র হওয়া ম্যাচের বিরতির সময়ে বেনজেমার মন্তব্য ফাঁস হয়ে যায় সংবাদমাধ্যমে। মাঠে নামার জন্য টানেলে অপেক্ষার সময়ে ডিফেন্ডার ফেরলঁদ মঁদিকে নাকি বেনজেমা ফরাসি ভাষায় বলেছিলেন, ভিনিসিউসকে পাস না দিতে। যা নিয়ে চলছে তুমুল আলোচনা।
লা লিগায় শনিবার হুয়েস্কার বিপক্ষে খেলবে রিয়াল। ম্যাচের আগের দিনের সংবাদ সম্মেলনে এই প্রসঙ্গ নিয়েই বেশি কথা বলতে হলো জিদানকে। রিয়াল কোচের মতে, ম্যাচ চলার সময়ের খুব সাধারণ একটি ব্যাপার নিয়ে অনেক বেশি কথা হচ্ছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.