ভারতের রাস্তায় ফরাসি প্রেসিডেন্টের ছবি সেঁটে প্রতিবাদ

কালের কণ্ঠ মুম্বাই প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২০, ১৯:০১

ভারতের মুম্বাইয়ের একটি ব্যস্ত রাস্তায় সেঁটে দেওয়া হয়েছে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁর অসংখ্য ছবি! তার উপর দিয়ে চলছে গাড়ির চাকা। মাড়িয়ে যাচ্ছেন পথচারীরা। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় দক্ষিণ মুম্বাইয়ের জে জে ফ্লাইওভারের নিচে মোহাম্মদ আলি রোড এবং ভেন্ডি বাজার এলাকায় উদ্দেশ্যপ্রণোদিত ভাবেই ফরাসি প্রেসিডেন্টের ছবি দেওয়া পোস্টার রাস্তায় সাঁটা হয়েছিল বলে জানিয়েছে মুম্বাই পুলিশ। এ ব্যাপারে মামলা হয়েছে কিনা নিশ্চিত হওয়া যায়নি।

প্রাথমিক ভাবে পুলিশ মনে করছে ধর্মীয় ব্যঙ্গচিত্র বিতর্কের জেরে ফ্রান্সে মুসলিম জঙ্গি গোষ্ঠীদের ধারাবাহিক হামলার প্রতি সমর্থন জানাতেই এই কাজ করা হয়েছে। খবর পেয়ে পুলিশ কর্মীরা গিয়ে পোস্টারগুলি সরিয়ে নেন। বিজেপি মুখপাত্র সম্বিত পাত্র ঘটনার ভিডিও পোস্ট করে টুইটারে লেখেন, 'মহারাষ্ট্র সরকার, এসব কী হচ্ছে? সারা ভারত আজ ফ্রান্সের পাশে। জিহাদি হামলার বিরুদ্ধে ফ্রান্স যে লড়াই চালাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাতে সঙ্গী হয়েছেন। তবে কেন ফরাসি প্রেসিডেন্টের এই অবমাননা?'

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও