![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2020-10%252Fe9b8267a-beb3-4689-a117-c9283cbdc70c%252FSirajgonj_DH0610_20201030_Rajshahi__Raiganj__Sirajganj_Photo_30_10_2020.jpg%3Frect%3D0%252C63%252C1077%252C565%26overlay%3Dprothomalo-bangla%252F2020-09%252F809b5f18-a26d-47a2-aa48-3dafe2ce0da8%252Fprothomalo_stamp.png%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26overlay_width%3D100%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue)
শাহজাদপুরে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার ও শাস্তির দাবি
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ফরিদা খাতুন (৩৫) হত্যা মামলার প্রধান আসামি আবদুল মজিদসহ অন্য আসামিদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন এলাকাবাসী। আজ শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার হাবিবুল্লাহ নগর ইউনিয়নের নগরডালা বাজারে ওই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।
ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য দেন আবদুল বাছেদ, আবদুল আউয়াল, জয়নুল আবেদীন, আক্তার হোসেন, আব্বাস আলী, আমির চান প্রমুখ। তাঁরা বলেন, ফরিদা হত্যা মামলার প্রধান আসামি আবদুল মজিদ, তাঁর বাবা সওদাগর আলী, মা মজিদা বেগম, ভাই আইয়ুব আলী ও তাঁর স্ত্রী শ্রাবন্তীকে অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় কঠোর কর্মসূচি দেওয়া হবে। পরে একটি বিক্ষোভ মিছিল বের হয়।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১১ মাস, ২ সপ্তাহ আগে
১ বছর আগে