গত ৩ অক্টোবর বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচনে ২১ পদের মধ্যে ২০টির নিষ্পত্তি হয়েছিল। শুধুমাত্র একটি সহ-সভাপতি পদে দুজন প্রার্থী সমান ভোট পেয়েছিলেন। সমন্বয় পরিষদ থেকে মহিউদ্দিন আহমেদ মহি ও স্বতন্ত্র হিসেবে তাবিথ আউয়ালের বাক্সে সমান ৬৫ ভোট পড়ার কারণে চতুর্থ সহ-সভাপতি সেই সময় কেউই নির্বাচিত হতে পারেননি। সেই একটি পদে আবারও নির্বাচন হতে যাচ্ছে আগামীকাল শনিবার।
হোটেল সোনারগাঁওয়ে সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। আগের মতোই ১৩৯ জন কাউন্সিলর ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পাবেন। একটি পদে পুনর্নির্বাচন বিধায় এবার ভোটগ্রহণের সময় কমিয়ে আনা হয়েছে। নির্বাচন কমিশন থেকে সব ধরনের প্রস্তুতিও সম্পন্ন।
বাফুফের চার সহ-সভাপতির তিন জন হলেন- কাজী নাবিল আহমেদ, ইমরুল হাসান ও আতাউর রহমান ভূঁইয়া মানিক।
একটি সহ-সভাপতি পদ শূন্য থাকায় বাফুফের বিভিন্ন কমিটিও পুর্ণাঙ্গ হয়নি। তবে আবার হতে যাওয়া নির্বাচনে দুই প্রার্থীই জয়ের আশাবাদ ব্যক্ত করেছেন। ব্রাদার্স ইউনিয়নের ডিরেক্টর ইনচার্জ ও গতবারের সহ-সভাপতি মহিউদ্দিন আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আমি নির্বাচনে জিতবো, এমন প্রত্যাশা রয়েছে। ভোটারদের কাছ থেকে ভালো সাড়া পাচ্ছি। তাদের সঙ্গে আমার আগের মতোই যোগাযোগ আছে। আশা করছি ভোটাররা আমাকে এবারও নিরাশ করবেন না।’
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.