পরিবারের দাবি দাদন ব্যবসায়ীর নির্যাতনে মৃত্যু, পুলিশ বলছে আত্মহত্যা
কুষ্টিয়ার খোকসায় দাদন ব্যবসায়ীদের নির্যাতনে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে বলে নিহতের স্ত্রী অভিযোগ করছেন। তবে পুলিশ বলছে, ওই ভ্যানচালক বিষ পানে আত্মহত্যা করেছেন। আপাতত অপমৃত্যুর মামলা হবে।
পরিবারের অভিযোগ, দাদন ব্যবসায়ী চক্র পাওনা টাকা আদায়ের জন্য পাখি ভ্যানের চালক মনিরুল ইসলামকে (৪২) বৃহস্পতিবার শোমসপুর বাজারের একটি ঘরে আটকে রেখে শারীরিক নির্যাতন করে। এরপর মনিরুল বাড়িতে ফিরে অসুস্থ হয়ে পড়েন। রাতে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর তার মৃত্যু হয়।
মনিরুল ইসলাম শোমসপুর ইউনিয়নের পদ্মবিলা গ্রামের কিতাব উদ্দিন শেখের ছেলে। তার মৃত্যুর পর থেকে গা ঢাকা দিয়েছে দাদন ব্যবসায়ীরা। এ ঘটনায় অভিযুক্ত দাদন ব্যবসায়ী ও তার পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১০ মাস, ২ সপ্তাহ আগে
১১ মাস, ৩ সপ্তাহ আগে
১১ মাস, ৩ সপ্তাহ আগে
১১ মাস, ৩ সপ্তাহ আগে
১১ মাস, ৩ সপ্তাহ আগে