কাঁঠালবাড়ি-শিমুলিয়ায় সীমিত পরিসরে ফেরি চলাচল শুরু
মাদারীপুরের কাঁঠালবাড়ি ও মুন্সিগঞ্জের শিমুলিয়া নৌপথে সীমিত পরিসরে স্বল্পসংখ্যক যানবাহন নিয়ে ফেরি চলাচল শুরু হয়েছে। শুক্রবার সকাল ১০টায় শিমুলিয়া ঘাট থেকে দুটি ফেরি স্বল্পসংখ্যক যানবাহন নিয়ে কাঁঠালবাড়ি ফেরি ঘাটের উদ্দেশে ছেড়ে যায়। চলতি মাসে চার দফায় প্রায় ২৫ দিনই বন্ধ আছে ফেরি চলাচল।
বিআইডব্লিউটিসি কাঁঠালবাড়ি ও শিমুলিয়া ফেরিঘাট সূত্র জানায়, নাব্যতা-সংকটে তিন মাসের বেশি সময় ধরে এই নৌপথে ব্যাহত হচ্ছে নৌযান চলাচল। গত আগস্ট মাস থেকে রাতে বন্ধ রেখে দিনে স্বল্পসংখ্যক যানবাহন নিয়ে ফেরি চালানো হতো এই নৌপথে। নাব্যতা-সংকট তীব্র আকার ধারণ করে সেপ্টেম্বর মাসজুড়ে। সেপ্টেম্বর মাসে পাঁচ দফায় ১৭ দিন ফেরি বন্ধ ছিল। চলতি মাসে চার দফায় প্রায় ২৫ দিনই ফেরি চলাচল বন্ধ ছিল।