ইউটিউবে এক ভুয়া নবাবের ভিডিও পোস্ট করা হয়েছে। ইউটিউব চ্যানেলটির নাম বঙ্গটিভি। তথাকথিত জনপ্রিয় এই ইউটিউবের উপস্থাপক মায়া রাজ নামে এক ব্যক্তি। যিনি নিজেকে সংবাদকর্মী দাবি করে দর্শকদের সামনে 'ইতিহাসের কিংবদন্তি' পরিচয়ে একজনের পরিচয় করিয়ে দেন। মায়া রাজ তার উপস্থাপনায় বলেন, 'আমাদের আজকের সেলিব্রেটি নবাব স্যার সলিমুল্লাহর নাতি নবাব আলী হাসান আসকারি।
নবাব আসকারি তারুণ্যের অহঙ্কার, বাংলার গর্ব ও আধুনিক ঢাকার রূপকার।' এ রকম বহু বিশেষণে বিশেষায়িত করা হয় তাকে। এরপর আলী হাসান আসকারি বঙ্গটিভিতে তার 'ঐতিহাসিক' সেই বক্তব্য দেওয়া শুরু করেন। চেহারা ও পোশাকে পুরোটাই নবাবি ছাপ। আসকারি বলতে থাকেন, 'আলহামদুলিল্লাহ। আমি বাংলাদেশে এসেছি প্রায় তিন বছর হয়ে গেল।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.