বাংলাদেশে স্মিথ-কোহলিদের মতো টেস্ট খেলোয়াড় বানাতে চান র্যাডফোর্ড
টেস্ট খেলতে পারদর্শী-সামর্থ্য আছে এমন খেলোয়াড়দের তৈরিতে মনোযোগী হচ্ছেন বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটের প্রধান কোচ টবি র্যাডফোর্ড। ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের সফরে টেস্ট ম্যাচে বাংলাদেশকে ধুঁকতে দেখে টাইগারদের টেস্ট ক্রিকেটের উপর জোর দিয়েছিলেন র্যাডফোর্ড। দুই ক্যারিবীয় পেসার শ্যানন গাব্রিয়েল ও কেমার রোচ যখন বাংলাদেশের ব্যাটসম্যানদের বেকাদায় ফেলেছিলেন, তখন র্যাডফোর্ড ওয়েস্ট ইন্ডিজের সহকারী কোচ ছিলেন।
আজ ভার্চুয়াল সংবাদ সম্মেলনে র্যাডফোর্ড বলেন, 'দুই বছর আগে আমরা যখন বাংলাদেশের বিপক্ষে খেলি তখন আমি ওয়েস্ট ইন্ডিজ দলের সাথে ছিলাম। তিন দিনেই টেস্টটি শেষ হয়। গাব্রিয়েলের পেস এবং অন্যান্য ফাস্ট বোলাররা বাংলাদেশকে বিধ্বস্ত করেছিল। তবে সাদা-বলের ফরম্যাটে আমরা অন্য এক বাংলাদেশ দলকে দেখতে পেলাম। ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজে জিতেছে তারা। আমি বোর্ডকে বলেছি, আমি এমন একটি খেলোয়াড় তৈরি করতে চাই, যাতে টেস্ট ক্রিকেটে সত্যিই পারদর্শী হতে পারে।'
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.