You have reached your daily news limit

Please log in to continue


বগুড়ায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

বগুড়ায় স্ত্রী হত্যার দায়ে আব্দুল কুদ্দুস (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে দীর্ঘ শুনানী শেষে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত-২ এর বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবির এই রায় ঘোষণা করেন। সংশ্লিষ্ট আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আশেকুর রহমান সুজন জানান, দণ্ডিত আব্দুল কুদ্দুস কাহালু উপজেলার লক্ষিমন্ডপ গ্রামের মৃত ওসামান আলীর পুত্র। সে প্রথমে নাটোরের সিংড়া উপজেলার ভোগা গ্রামের জাহানারা বেগম নামে এক নারীকে বিয়ে করে সেখানেই ঘর জামাই হিসেবে বসবাস শুরু করেন। পরবর্তীতে ওই একই গ্রামের মদিনা বেগম নামে এক নারীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে আব্দুল কুদ্দুস ২০১২ সালে মদিনা বেগমকে নিয়ে পালিয়ে যায় এবং বিয়ে করে। এরপর দুই স্ত্রীকে নিয়ে আব্দুল কুদ্দুস বগুড়ার কাহালু উপজেলার লক্ষিমণ্ডপ গ্রামে বাস শুরু করেন। পরে যৌতুকের দাবিতে দ্বিতীয় স্ত্রী মদিনা বেগমকে মাঝে মধ্যেই নির্যাতন করতো। দাবিকৃত যৌতুকের টাকা না পেয়ে এক পর্যায়ে ২০১৬ সালের ২০ জুলাই সে তার দ্বিতীয় স্ত্রী মদিনা বেগমকে মারপিট করে হত্যা করে ফেলে রাখে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন