ফ্রান্সে সরকারি মদদে মহানবীর (সা.) আবমাননার প্রতিবাদে রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে খেলাফত মজলিস ঢাকা মহানগর।
বৃহস্পতিবার বিকালে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেন, ফ্রান্সে রাষ্ট্রীয় মদদে মহানবী সা. এর অবমাননাকর কার্টুন প্রদর্শন করা হয়েছে। ফ্রান্সের ইসলাম বিদ্বেষ ও মহানবী সা. এর অবমাননায় বিশ্বের দুইশত কোটি মুসলমান ব্যথিত হয়েছে। ফ্রান্সের এহেন ইসলাম ও মুসলিম বিদ্বেষী কর্মকান্ড বন্ধ করতে হবে। ইসলাম ও মহানবী সা. এর অবমাননা কোনভাবেই বিশ্ব মুসলিম বরদাস্ত করবে না। বিক্ষুব্ধ মুসলমানদের হৃদয়ের ক্ষত মুছতে হলে ফ্রান্সকে অবিলম্বে রাষ্ট্রীয়ভাবে ক্ষমা চাইতে হবে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.