গাইবান্ধার সাদুল্যাপুরে বেশি দামে আলু বিক্রির দায়ে জরিমানা

বাংলাদেশ প্রতিদিন সাদুল্যাপুর প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২০, ১৫:০১

গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায় আজ অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় কোল্ডস্টোরেজ চত্বরে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে আলু বিক্রির অপরাধে চারটি ব্যাবসায়ী প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অধিদপ্তরের গাইবান্ধা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুস ছালাম জানান, গাইবান্ধা জেলা প্রশাসকের নির্দেশে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় আফসার ট্রেডার্স, স্বপন ট্রেডার্স, আনারুল ট্রেডার্সকে ১০ হাজার টাকা করে জরিমানা এবং অর্থ ট্রেডার্সকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। তারা কোল্ডস্টোরেজ চত্বরে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে আলু বিক্রি করছিলেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও