ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) বুধবার মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। এই ম্যাচ চলাকালীন সময়ে টুর্নামেন্টের আচরণবিধি ভেঙেছেন মুম্বাইয়ের ব্যাটসম্যান হার্দিক পান্ডিয়া এবং ব্যাঙ্গালুরুর অলরাউন্ডার ক্রিস মরিস। এরই মধ্যে দুজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।
ম্যাচ শেষে ম্যাচ রেফারি মরিস ও পান্ডিয়ার বিরুদ্ধে এই অভিযোগ আনেন। আইপিএলের আচরণবিধির ২.৫ ধারা অনুযায়ী মরিস এবং ২.২০ ধারা ভঙ্গের অপরাধে পান্ডিয়া দোষী সাব্যস্ত হন। দুজনই তাদের অপরাধ শিকার করে নেয়ায় আলাদা করে শুনানির প্রয়োজন পড়েনি।
প্রথমবার হওয়ায় এ ঘটনায় দুজনের কাউকেই শাস্তির আওতায় আনা হয়নি। এই দুই ক্রিকেটারকে আপাতত সতর্ক করে দেয়া হয়েছে।
এর আগে মুম্বাই এবং ব্যাঙ্গালুরুর ম্যাচ চলাকালীন সময়ে বাক বিতন্ডায় জড়িয়ে পড়েন মরিস এবং পান্ডিয়া। প্রোটিয়া অলরাউন্ডারের বলে আউট হওয়াটা মেনে নিতে পারছিলেন না পান্ডিয়া। ফলে মাঠ ছাড়ার সময়ে তারা বাকযুদ্ধে জড়িয়ে পড়েন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.