![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo%252Fimport%252Fmedia%252F2019%252F11%252F15%252F03405036584a20071ccba3af99cdaae8-5dce4271c70ab.jpg%3Frect%3D0%252C30%252C1600%252C840%26overlay%3Dprothomalo-bangla%252F2020-08%252Fe9790f38-4165-41c5-9a09-ffa7e2777cf0%252Fprothomalo_stamp.png%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26overlay_width%3D100%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue)
রোহিঙ্গা গণহত্যার শুনানি বাংলাদেশে আয়োজনের আবেদন খারিজ
মিয়ানমারে রোহিঙ্গা গণহত্যার জন্য দায়ীদের বিচারের মামলার শুনানি আংশিকভাবে অথবা অভিযোগ গঠনের শুনানির পুরোটাই বাংলাদেশে আয়োজনের আবেদন আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) খারিজ করে দিয়েছেন।
এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের সময় এখনো হয়নি জানিয়ে আইসিসির প্রি-ট্রায়াল চেম্বার-৩ গত সোমবার আবেদনটি খারিজের আদেশ দেন। বিচারপতি ওলগা হেরেরা কারবুচিয়ার নেতৃত্বাধীন তিন সদস্যের এই আদালতে অপর দুজন হলেন বিচারপতি রবার্ট ফ্রেমার ও বিচারপতি জেফ্রি হ্যান্ডারসেন।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১১ মাস, ১ সপ্তাহ আগে
১ বছর, ৫ মাস আগে
১ বছর, ৬ মাস আগে