শেরপুরে বাঙালি নদীর ভাঙন হুমকিতে ঘরবাড়ি স্কুল
বগুড়ার শেরপুরে বেড়েই চলেছে বাঙালী নদী ভাঙ্গন। ভাঙ্গনের ফলে বিলীন হতে চলেছে গ্রামের পর গ্রাম। স্কুল প্রতিষ্ঠান, মন্দির, মসজিদ, রাস্তাঘাট ও গ্রাম রক্ষার জন্য স্থায়ীভাবে বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
যদি সিসি ব্লক দিয়ে স্থায়ী বাঁধ নির্মাণ করা না হয় তাহলে এবারের দ্বিতীয়বারের বন্যার পানি নেমে যাওয়ার সময় নদীগর্ভে বিলীন হয়ে যাবে কয়েকটি গ্রাম।